বর্তমানে চলছে করোনার মহামারীর সময়। যা সারা বিশ্ব জুড়ে লাখো মানুষের প্রান নিয়ে নিয়েছে। এই করোনার মধ্যে অনেক নিয়ম কানুনই পরিবর্তন হয়েছে বিভিন্ন দেশে। কিন্তু তারপরেও থামছে না এর আগ্রাসন।
কাতারে গত ২৪ ঘন্টায় নতুন করে ২০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।এঁদের মধ্যে ৩৩ জন বিদেশ থেকে কাতারে ফিরে আসা। গত কয়েকদিনে কাতারে ফেরত আসাদের মধ্যে করোনায় আ;ক্রান্ত ব্যক্তির সংখ্যা বাড়ছে।
এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৩১ জন। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা হলো ১ লাখ ২৮ হাজার ৯৯ জন।
পাশাপাশি, গত ২৪ ঘন্টায় ; আ;ক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সী একজনের মৃ;ত্যু হয়েছে। এ নিয়ে কাতারে ক;রোনায় মা;রা গেলেন মোট ২২৯ জন।
COMMENTS