রাজধানীর কলাবাগানে নৌবা;হিনীর কর্মকর্তা এবং তার স্ত্রী;র উপর হা;মলার; ঘটনায় করা হ;ত্যা;;; মাম;লার আরেক আসামি এবি সিদ্দিক দিপুকে গ্রে;ফ;;তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৩ টার দিকে টাঙ্গাইল থেকে তাকে গ্রে;ফ;তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের ডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেন।
সেলিমপুত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমের অন্যতম সহযোগী দিপু। এছাড়া তিনি হাজী সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার। গত রোববার রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ
খা;নকে মা;র;; ঘটনায় এমপি হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমসহ তার দেহর;ক্ষী মো. জহিরকে গ্রে;ফ;তার করা হয়। গতকাল সোমবার ইরফান ও জহিরকে ৬ মাস করে এক ব;ছরের কারা;দণ্ড দিয়েছে র্যা;বের ভ্রাম্যমাণ আদালত।
COMMENTS