হাজী সেলিমের ছেলে ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম ম;দ পানের পর রাতে এলাকায় ঘোরাঘুরি করতো। এসময় তার সঙ্গে থাকতো তিন লাখ টাকায় কেনা দুটি বিদেশি কু;কুর ও আট থেকে দশজন দেহরক্ষী।
ইরফানের ভয়ে এতদিন চুপ থাকলেও তার বাসায় র্যাবের অভিযানের পর মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা। চকবাজার বড় কাটরার স্থানীয় দুই বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম রা;তে মদ;পান
করতো। তিন লাখ টাকায় কেনা দুটি বিদেশি কুকুর নিয়ে প্রায় সময় রাতে রাস্তায় ঘোরা;ঘুরি করতো। সেসময় তার সঙ্গে থাকতো ;। কাউন্সিলরকে রাস্তায় ম;দ্য;প অব;স্থায় দেখার পর কারও কিছু বলা;র সাহস ছিল না। তারা আরও
জানান, ইরফান বিদেশে লেখাপড়া করেছে। তার কালচারটা বিদেশি বিদেশি ছিল। এজন্য রাত হলেই সে ম;দে;র মধ্যে থাকতো।
COMMENTS