ঘটনার দিনই গ্রে;ফতা;র হয়েছেন অভিযুক্ত দিহান। আ;ট;ক করে পু;লিশ হে;ফা;জতে নেওয়া হয়েছে দিহানের কলাবাগান বাসার দারোয়ান দুলালকে। উ;দ্ধার করা হয়েছে বাসাটির সিসি ক্যামেরার ফুটেজ।
এসবের মধ্যেই তৈরি হয়েছে দিহানের বয়স নিয়ে বিভ্রা;ন্তি।ফারদিন ইফতেখার দিহানের পরিবারের মতে সে এখনো কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তার বয়স
আঠারোর নিচে বলে দাবি করছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দিহানের বয়স ইতোমধ্যেই ১৮ পার হয়ে গেছে।ফারদিন ইফতেখার দিহানের পরিবারের মতে সে এখনো কিশোর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই তার বয়স আঠারোর নিচে বলে দাবি করছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দিহানের বয়স ইতোমধ্যেই ১৮ পার হয়ে গেছে।
COMMENTS