জয়পুরহাট শহরের সবুজনগর এলাকার এক গৃহবধূর অশ্লী;ল ভি;ডিও ধারণ করে ব্ল্যা;কমে;ইলের অভিযোগে সোহেল রানা নামে এক যুবককে গ্রে;ফ;;তার করেছে পুলি;শ। রোববার রাতে শহরের আমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
সোহেল রানা শহরের পাঁচুরচক সোনারপাড়া মহ;ল্লার আবেদ আলীর ছেলে। তার বিরু;দ্ধে পর্নো;গ্রাফি আ;ইনে মাম;লা দায়ের করা হয়েছে।
পুলি;শ জানায়, সোহেল রানা বাথরুমের ভেন্টিলেটর দিয়ে গোপনে মোবাইল ফোনে এক গৃহবধূর অশ্লী;ল ভিডিও ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন সোহেল রানা।
পরে গৃ;হবধূ বিষয়টি তার স্বামীকে জানিয়ে ওই লম্পটকে বাসায় আসতে বলেন। তিনি বাসায় গেলে ওই নারীর স্বামী তাকে ধরে পুলি;শে খবর দেন। পরে পু;লিশ গিয়ে তাকে গ্রেফ;তার করে।
এ ঘটনায় গৃহব;ধূর স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে জয়পুরহাট সদর থানায় পর্নো;গ্রা;ফি আ;ইনে মাম;লা করেন।
পুলি;শ সুপার মোহাম্মদ সালাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি জঘন্য অপ;রাধ। আসামিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য উৎঘাটন করা হবে। সে আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
COMMENTS