বিয়ের পিঁড়িতে বসছেন ভা’রতের দক্ষিণী ছবির নায়িকা কাজল আগারওয়াল। শুক্রবার (৩০ অক্টোবর) তার বিয়ের দিন ধার্য করা হয়েছে। জানা যায়, পাত্র, ব্যবসায়ী এবং ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করছেন কাজল।
৩৫ বছর বয়সী কিচলুর সঙ্গে দীর্ঘদিনের প্রে’ম অ’ভিনেত্রীর। গত মাসেই এ জুটির বাগদান অনুষ্ঠিত হয়েছিল। ব্যক্তিগত জীবন বরাবরই গো’পন রাখতেন কাজল। তবে বাগদানের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কিচলুর সঙ্গে ছবি শেয়ার করা শুরু করেন।
শুক্রবার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে জমকালো আয়োজন শুরু হয়ে গেছে কাজলের পরিবারে। বিয়েতে সংবাদমাধ্যমের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এদিকে বৃহস্পতিবার গায়েহলুদের ছবি প্রকাশ করেছেন দক্ষিণী নায়িকা।
ইনস্টগ্রামে মেহেদিরাঙা হাতের ছবি দিয়েছেন তিনি। হাস্যমুখ কাজলের গায়ে দেখা গেছে হালকা সবুজ ব্লক প্রিন্টের কুর্তি এবং দোপাট্টা। প্রসঙ্গত, ২০০৪ সালে ইন্ডাস্ট্রিতে আগমন কাজলের। তামিল-তেলেগুর পাশপাশি তিনি বলিউডেও অ’ভিনয় করেছেন।
COMMENTS