ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়ক নিরব হোসেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে কাজ করেছেন অনেক আলোচিত বিজ্ঞাপন, নাটক ও সিনেমায়। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব সিরিজ অভিনয় করছেন এ অভিনেতা।
ওয়েব সিরিজটির নাম ‘অয়েলিং’। এটি পরিচালনা করেছেন হেলাল ইসলাম।
এখানে নিরব ছাড়া আরো অভিনয় করছেন সেলিনা আফ্রি, ইমতু রাশিদ প্রমুখ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে ব্রাক্ষণবাড়িয়া ‘অয়েলিং’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন নিরব।
তিনি বলেন, ‘এ ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। বেশ কিছু চমক থাকবে। পুরো টিম মজা করে শুটিং করছি।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘অয়েলিং’ ওয়েব সিরিজটি খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে প্রচার হবে।
COMMENTS