আ’দালত থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে চিত্রনায়িকা মুনমুনকে। ম’সজিদের পাশে কু’রুচিপূর্ণ নাচের ঘটনায়
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মেহেদী হাসান লিগ্যাল নোটিশটি পাঠান। ম’সজিদের সামনে
নাচের কর্মকা’ণ্ডকে নাজায়েয ও বাংলাদেশের আইন বহির্ভূত উল্লেখ করে চিত্রনায়িকা মুনমুনকে লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।
নোটিশে আরো উল্লেখ করা হয়েছে, লিগ্যাল নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ম’সজিদের সামনে নাচ-গান পরিবেশনের জন্য দুটি জাতীয় দৈনিক পত্রিকায় মুনমুনকে ক্ষমা ও দুঃখ প্রকাশ করতে হবে।
অন্যথায় তার বি’রুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় লিগ্যাল নোটিশে। একসময়ের জনপ্রিয় নায়কা মুনমুন একটি অনলাইনকে জানাান তিনি নাকি জানতেন না ঐখানে ম’সজিদ আছে।
সম্প্রতি টাঙ্গাইলের সখীপুরের পলা’শতলিতে একটি ম’সজিদের নিকট নাচের ভিডিও ভা’ই’রাল হয়ে পড়ে। এরপর সমালোচনার ঝ’ড় ওঠে। মুন্মুনের চেয়ে এই নাচের আয়োজকদেরই ওপর ক্ষো’ভ প্রকাশ করেন নেটিজেনরা। এলাকাবাসীর দাবি, ‘শুক্রবার সখীপুরে নৌকা ভ্রমণের উদ্দেশে চলচিত্র নায়িকা মুনমুনকে সখীপুরে আনেন আয়োজকরা।
শনিবার সখীপুর ও কালিহাতী উপজে’লার সীমান্তবর্তী পলা’শতলী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাইলসিন্দুর নদীতে নৌকা ভ্রমণ শেষে দুপুরে পলা’শতলী বাজারে এসে খাওয়া-দাওয়া শেষে সাউন্ড সিস্টেমে ওখানে নাচের আয়োজন হয় বলে জানা যায়।’
COMMENTS