পাকিস্তান উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতকে সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন সং;কটের স;মাধান না হলে তারা ইসরায়েলকে স্বী;কৃতি দিতে পারে না। এ বিষয়ে মধ্যপ্রাচ্য থেকে কোনও ধরনের চা;প নেই বলেও দাবি করেছে দেশটি।
সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি মুলতানে সংবাদমাধ্যমকে বলেন, আমি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ইসরায়েল বিষয়ে পাকিস্তানের অবস্থান উ;পস্থাপন করেছি।
তাকে জানিয়েছি, ফিলিস্তিন ইস্যুর দৃ;;ঢ় ও স্থায়ী কোনো স;মাধান না হওয়া পর্যন্ত আমরা ইসরায়েলের স;ঙ্গে সম্পর্ক স্থাপন করব না ও করতে পারি না।
কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এর পরপরই খবর রটায়, ইসলামাবাদ গো;প;নে ইসরায়েলের কাছে বার্তা পাঠিয়েছে।মূলত ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম এই দাবি করেছিল। তবে সেটি অ;স্বীকার করেছে ইসলামাবাদ।
মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো চা;প রয়েছে কি না জানতে চাইলে কোরেশি জানান, তিনি আমিরাতের পররাষ্টমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেছেন, ফিলিস্তিন ও কাশ্মীরের প্রতি পাকিস্তানিদের আ;বেগ ও অনুভূতির গ;ভীরতা কতটা।
আমিরাতি মন্ত্রী বিষয়টি বুঝতে পেরেছেন বলেও দাবি করেছেন পাকিস্তানি মন্ত্রী।ইসরায়েলকে স্বীকৃতি দিতে ইসলামাবাদের ওপর চা;প প্রসঙ্গে কোরেশি বলেন, প্রথমত, আমাদের ওপর কোনও চা;প নেই, কখনো ছিলও না।
দ্বিতীয়ত, পাকিস্তানের স্বা;র্থ বিবেচনা করেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কোনো চাপের কারণে নয়। আমাদের একটা নী;তি রয়েছে আর আমরা এখনও তাতে অবিচল।
তিনি জানান, পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানও পরিষ্কার বলেছেন, এই বিষয়ে তাদের ওপর কোনো চা;প নেই।
COMMENTS