বঙ্গবন্ধু টি-২০ কাপে আজ রোববার মুখোমুখি হয়েছিল বেক্সিমকো ঢাকা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। আগে ব্যাট করে দলের বিপর্যয়ে মূহুর্তে ১০ বাউন্ডারিতে ঝড়ো ইনিংস খেলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে বেক্সিমকো ঢাকা। যেখানে দলীয় ২৩ রানের সময় ৩ উইকেট হারিয়ে ফেলে দলটি। এরপর ইয়াসির রাব্বিকে নিয়ে দারুণ এক জুটি গড়েন মুশফিক।
দু’জনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। এরপর ৩ চারে ৩৮ বলে ৩৪ রান করে ইয়াসির ফিরলে এক পাশ থেকে মারকুটে খেলতে থাকেন মুশফিক।
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৩ ছক্কা ও ৭ চারে ৫০ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়া আকবরের ১০ রানের উপর ভর করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে ঢাকা।
সংক্ষিপ্ত স্কোর
বেক্সিমকো ঢাকা: ১৪৫/৪(২০)
মুশফিক ৭৩(৫০)*, ইয়াসির ৩৪(৩৮)
নাহিদুল ১/১৬, মোস্তাফিজ ১/১৯
COMMENTS